লুঙ্গি আমাদের ঐতিহ্য। বাঙ্গালি পুরুষদের সবচেয়ে সেরা পরিধেয়। লুঙ্গির মত এতো আরাম আমার মনে হয় অন্য কোন পোশাকে পাওয়া যাবে না। আধুনিক অনেক পুরুষই লুঙ্গি পরতে পছন্দ করেন না। তাদের কাছে শর্ট প্যান্ট বা থ্রি কোয়ার্টার প্যান্টই অনেক বেশি আরামদায়ক। কিন্তু লুঙ্গি হল বাঙালি পুরুষের ঐতিহ্য। যারা লুঙ্গি পরেন না তাদের কে বলছি একবার খালি পরে দেখুন, ১০০% গ্যারান্টি অন্য পোশাকের চেয়ে ১০ গুন বেশি আরাম পাবেন। আমাদের দেশে সুনামধন্য অনেক লুঙ্গির ব্র্যান্ড রয়েছে যাদের মধ্যে জয়পাড়ার লুঙ্গি দেশে বিদেশে সর্বাধিক জনপ্রিয়।
জয়পাড়ার তাঁতের লুঙ্গি
ঢাকা দোহার ও নবাবগঞ্জ উপজেলার তাঁতে বোনা লুঙ্গির সুনাম দেশজুড়ে। জয়পাড়া গ্রামের তাঁতিরা এই লুঙ্গির প্রধান পৃষ্টপোষক বলেই এই লুঙ্গির নাম জয়পাড়ার লুঙ্গি। এই লুঙ্গি গুলো পরতে আরাম এবং টেকস্ই। জয়পাড়ার লুঙ্গি বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। প্রায় ১০০ বছর আগে তাঁতে বোনা লুঙ্গির গোড়াপত্তন হয়েছিল ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায়। সেই থেকে নানা প্রতিকূলতা উপেক্ষা করে পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রেখে লুঙ্গি তৈরি করে চলেছেন তাঁতিরা। এক সময় খুবই জমজমাট ছিল দোহারের জয়পাড়া লুঙ্গির হাট। এক সময়ে লুঙ্গির হাটকে কেন্দ্র করে উৎসবে পরিণত জয়পাড়া। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পাইকারদের ভিড়ে সরগরম থাকতো সপ্তাহের সোম ও বৃহস্পতিবার বিকেলটা। সারা দেশে লুঙ্গির যে ক’টি হাট রয়েছে, তার মধ্যে জয়পাড়ার লুঙ্গির হাট প্রসিদ্ধ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা লুঙ্গি কিনতে ছুটে আসেন এই হাটে। তবে এখন এই হাটের জৌলুস আর খুব একটা দেখা যায় না। কিন্তু বিভিন্ন মার্কেটে এই লুঙ্গি পাওয়া যায় এবং এটি বেশ জনপ্রিয়।
দেশের বাইরে যাচ্ছে জয়পাড়ার লুঙ্গি কিন্তু আমরা কেন পরছি না?
দেশের গন্ডি পেরিয়ে জয়পাড়া লুঙ্গি যাচ্ছে ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই সব দেশগুলোতে জয়পাড়ার লুঙ্গি বেশ জনপ্রিয়তা পেয়েছে। মূলত বাঙ্গালিদের কাছ থেকেই বিদেশিরা লুঙ্গি পরার জন্য অনুপ্রাণিত হয়েছে। কিন্তু আমরাই এখন আর লুঙ্গি পরিনা। অফিস আদালতে না হোক অন্তত্ব বাড়িতে তো আমরা লুঙ্গি পরতেই পারি। আসুন আমাদের ঐতিহ্যকে ধরে রাখি। আরামের পোশাক লুঙ্গি পরি।


0 Comments